আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, ইওয়ামা কিমিনোরি, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই বিপ্লব চলাকালে ইন্টারনেট শাটডাউনকে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য এক বড় ধরনের ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ওই সময়কার ইন্টারনেট বন্ধের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক স্তরে নেতিবাচকভাবে পরিচিত হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটবে এবং নতুন সরকার দেশের উন্নয়নে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে।
জাপানের রাষ্ট্রদূত এসব মন্তব্য করেন মঙ্গলবার ঢাকার রেনেসাঁ হোটেলে আয়োজিত ‘বেসিস জাপান ডে ২০২৪’ অনুষ্ঠানে। তিনি আরও বলেন, বাংলাদেশ এবং জাপানের মধ্যে আইসিটি খাতে প্রতিযোগিতা, সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। ব্যবসায়িক পরিবেশ উন্নত হলে বাংলাদেশে আরও বেশি জাপানি বিনিয়োগ আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী জাপানের কাছে বাংলাদেশে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং আইসিটি খাতে সহযোগিতার আহ্বান জানান। রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এতে সাড়া দিয়ে সরকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং আইসিটি খাতে আরও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ তার উন্নতির পথে আরও এগিয়ে যাবে।