আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার ব্যাংক হিসাবে ১৫ কোটি টাকার সন্ধান পেয়েছে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটি জানিয়েছে, তাদের নামে থাকা ৩৬টি ব্যাংক হিসাবে বর্তমানে ১৫ কোটি ১৪ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ১৪ কোটি ২৭ লাখ টাকা ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিএফআইইউ সূত্রে জানা যায়, এই সাংবাদিক দম্পতির নামে থাকা ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, গত ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যা মামলায় গ্রেপ্তার হন শাকিল আহমেদ ও ফারজানা রুপা। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক জানান, এই দম্পতি বিভিন্নভাবে উসকানি দিয়ে একটি আন্দোলনে সংঘর্ষ এবং হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
গত ৫ আগস্ট ঢাকার উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। মামলার তদন্তে উঠে আসে, শাকিল আহমেদ ও ফারজানা রুপা আন্দোলনের সময় সরকারের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছিলেন।
পুলিশ জানিয়েছে, তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আন্দোলন এবং গুলির ঘটনার মূল কারণ ও আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে টেলিভিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়।
এছাড়াও’ বিএফআইইউ কর্তৃপক্ষ তাদের ব্যাংক হিসাবে লেনদেনের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দম্পতির ভূমিকা এবং সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে।