আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত ও তাহাজ্জুতরত তাবলীগের সাথীদের ওপর আওয়ামী ও ভারতীয়দের প্রধান দোসর সাদপন্থীদের পরিকল্পিত হামলাকে ‘দুই পক্ষের সংঘর্ষ’ হিসেবে প্রচার করছে দেশের কিছু হলুদ মিডিয়া, এর প্রতিবাদে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান।
আজ শুক্রবার হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন, “টঙ্গী ইজতেমার ময়দানে গভীর রাতে যখন আমাদের তাবলীগের সাথীরা তাহাজ্জুত পড়ছিলেন এবং অনেকে ঘুমন্ত ছিলেন, ঠিক সেই সময়ে চিহ্নিত সাদপন্থী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ৪ জনকে শহীদ করেছে এবং বহু সাথীকে আহত করেছে।
বিবৃতিতে তারা সরকারের প্রতি জোরালো দাবি জানিয়ে বলেন, হামলায় জড়িত সাদপন্থীদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর বিচার করতে হবে। একই সঙ্গে, এই হামলার সঙ্গে জড়িত আওয়ামী ও ভারতীয় ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক ধ্বংস করার আহ্বান জানান।
আওয়ামী ও ভারতীয়দের দোসর সা’দপন্থীদের ভয়ং’কর হত্যাযজ্ঞের বিষয়ে দেশের মিডিয়ার ভূমিকা ও সমালোচনা করে হেফাজত নেতারা অভিযোগ করে বলেন, কিছু মিডিয়া একপক্ষীয় এই হামলাকে ‘দুই পক্ষের সংঘর্ষ’ হিসেবে প্রচার করছে, যা হলুদ সাংবাদিকতার উদাহরণ। “এ ধরনের অপপ্রচার অনৈতিক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী,” তারা উল্লেখ করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিতর্কিত ভারতীয় আলেম মাওলানা সাদের অনুসারীরা তাবলীগে বিভাজনের ষড়যন্ত্র চালিয়ে আসছে এবং পূর্বেও ২০১৮ সালে ইজতেমা মাঠে দিনের আলোতে লোহার গেট ভেঙে হামলা চালিয়েছিল, যার প্রমাণ এখনো রয়েছে। ঐ ঘটনায় ১ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছিলেন।
নেতারা দ্বীনের মুখোশধারী এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।