আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারতকে উদ্দেশ্যে করে বলেছেন, “আপনারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, কিন্তু আগে নিজেদের আয়নায় দেখে নিন। যাদের আপনারা সংখ্যালঘু বা মাইনরিটি বলেন, তাদের সঙ্গে কেমন আচরণ করেন? আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই। যুগ যুগ ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত, এবং এ দেশের মানুষ এটি বারবার প্রমাণ করেছে।”
আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “বাংলাদেশে মেজরিটি-মাইনরিটি বলে কোনো ধারণা নেই। এখানে সবাই গর্বিত নাগরিক। আমাদের লক্ষ্য হলো এমন একটি সাম্যের বাংলাদেশ গড়ে তোলা, যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না।”
আগামীর বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনি বলেন, “আমরা এমন একটি দেশ চাই যেখানে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না। বারবার জাতিকে প্রতারিত হতে হবে না। আমাদের লক্ষ্য একটি সুবিচারপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা।”