
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিয়েছেন কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি। তিনি জানিয়েছেন, ইইউ যদি শ্রম আইন ও পরিবেশ সংরক্ষণে নতুন কঠোর বিধিনিষেধ আরোপ করে, তাহলে কাতার গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হবে।
রোববার (২২ ডিসেম্বর) দ্য ফাইন্যান্সিয়াল টাইমস-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন।
ইইউ সম্প্রতি কর্পোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে একটি আইন পাস করেছে। এই আইন অনুযায়ী, শ্রম আইন লঙ্ঘন বা পরিবেশগত ক্ষতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বার্ষিক মুনাফার ৫ শতাংশ জরিমানা দিতে হবে। কাতার এই আইনের ঘোর বিরোধিতা করে বলেছে, এ ধরনের জরিমানা তাদের রাজস্বে বড় প্রভাব ফেলবে।
সাদ আল কাবি বলেন, “ইউরোপে আমাদের গ্যাস রপ্তানি থেকে অর্জিত রাজস্বের ৫ শতাংশ হারানো মানে কাতারের মোট রাজস্ব থেকে এই অংশ হারানো। এটি জনগণের অর্থ, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তিনি আরও জানান, ইইউকে এই আইনের পুনঃমূল্যায়ন করা উচিত।
তিনি যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির ওপর থেকে সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেননি।
কাতার বিশ্বের অন্যতম শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশ। তারা এশিয়া ও ইউরোপের বাজারে আরও বড় ভূমিকা রাখতে আগ্রহী। ২০২৭ সালের মধ্যে তারা তাদের এলএনজি তরলীকরণ ক্ষমতা বর্তমানের ৭৭ মিলিয়ন টন থেকে ১৪২ মিলিয়ন টনে উন্নীত করার পরিকল্পনা করেছে।
বিশ্বের এলএনজি বাজারে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা বাড়লেও, কাতার তাদের অবস্থান ধরে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কাজ করছে।