আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোররাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় একজন কর্মী বিকল্প পানির সরবরাহ নিশ্চিত করতে পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী কাভার্ডভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দেয়।
ধাক্কার কারণে ওই কর্মী রাস্তায় পড়ে যান, তার মাথায় থাকা হেলমেট খুলে যায় এবং মাথায় মারাত্মক আঘাত পান। ঘটনাস্থলে রক্তক্ষরণের চিহ্ন দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, কাভার্ডভ্যানটি দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। তবে আশপাশে থাকা শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়ে ভ্যানটি আটকায় এবং চালককে মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।
এ সময় উত্তেজিত জনতা চালককে মারধর করার চেষ্টা করলে ঘটনাস্থলে থাকা সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আহত কর্মীর চিকিৎসা চলছে। তিনি বলেন, “আমরা দুর্ঘটনায় আহত কর্মীকে দ্রুত হাসপাতালে পাঠিয়েছি। তার অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা তাকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করছেন।
এই ঘটনায় কর্মক্ষেত্রে ফায়ার সার্ভিস সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মহল এ ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।