
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের সাদপন্থীদের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে গত ২৪ ডিসেম্বর এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, মসজিদ প্রাঙ্গণে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সাদপন্থীদের শবগুজারি (রাত্রিযাপন) ও অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ২৭ ডিসেম্বর থেকে মাওলানা সাদপন্থীদের কাকরাইল মসজিদে কোনো ধরনের জমায়েত কিংবা কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
তাবলিগ জামাতের মধ্যে গত কয়েক বছর ধরে ‘শুরা নেজাম’ ও ‘সাদপন্থী’ অনুসারীদের মধ্যে বিভাজন চলছে। এ বিভক্তির প্রেক্ষাপটে ১৭ ডিসেম্বর টঙ্গীর তুরাগ তীরে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে চারজন নিহত এবং অনেকেই আহত হন।
এর আগে, শুরা নেজামের অনুসারীরা কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলন করে সাদপন্থীদের নিষিদ্ধের দাবি জানায় এবং মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই বিভাজন ও সংঘর্ষ ধর্মপ্রাণ মানুষদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তাবলিগ জামাতের ঐক্য প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।