আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরব সরকারের পক্ষ থেকে নতুন এক সুখবর ঘোষণা করা হয়েছে। এখন থেকে ওমরাহ পালনকারীরা বিনামূল্যে লাগেজ সংরক্ষণের সুবিধা পাবেন।
সৌদি কর্তৃপক্ষের বুধবার (২৫ ডিসেম্বর) দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে, গ্র্যান্ড মসজিদের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকে গেট ৬৪-এর কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণের বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে।
সুবিধার শর্তাবলি:
ওমরাহ পালনকারীরা সর্বোচ্চ ৭ কেজি ওজনের ব্যাগ সংরক্ষণ করতে পারবেন।
একবারে সর্বোচ্চ ৪ ঘণ্টার জন্য এই সুবিধা ব্যবহার করা যাবে।
ব্যাগের বাইরে কোনো বস্তু রাখা যাবে না।
মূল্যবান ও নিষিদ্ধ সামগ্রী, খাবার এবং ওষুধ সংরক্ষণ নিষিদ্ধ।
ব্যাগ জমা দিয়ে একটি টিকিট নিতে হবে এবং পরে সেই টিকিট দেখিয়ে ব্যাগ সংগ্রহ করতে হবে।
কিভাবে এই সুবিধা ব্যবহার করবেন?
ওমরাহ পালনকারীরা সৌদি সরকারের অনুমোদিত নুসুক অ্যাপ ব্যবহার করে পারমিট দেখিয়ে এই সেবাটি উপভোগ করতে পারবেন। নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
ভবিষ্যৎ পরিকল্পনা:
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কাবা শরিফের আশপাশের বিভিন্ন এলাকায় এই সেবার সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। ডিজিটাল সেবার মাধ্যমে ওমরাহ পালনকারীদের সুবিধা আরও সহজ ও আরামদায়ক করার লক্ষ্যে কাজ করছে সৌদি সরকার।
সৌদি আরবের এই উদ্যোগ ওমরাহ্ পালনকারীদের যাত্রা আরও নির্বিঘ্ন করবে বলে আশা করা হচ্ছে।