আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বরিশালের কাউনিয়া থানার কাগাশুরা গ্রামে দুইটি ট্রাকে থাকা নথিপত্র নিয়ে স্থানীয়দের সন্দেহ দেখা দিলে তারা ট্রাক দুটি আটক করে। তাদের আশঙ্কা ছিল, এগুলো সচিবালয়ে অগ্নিকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রমাণপত্র হতে পারে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে জানা যায়, ট্রাকে থাকা নথিগুলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরোনো ফাইল। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত হয়ে লিখিতভাবে নিশ্চিত করেন যে, এই নথিগুলো তাদের প্রতিষ্ঠানের এবং কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এর পরপরই পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় নথি বুঝিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, জনতার সন্দেহে আটক হওয়া ট্রাকের কাগজপত্র সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের এই তৎপরতায় স্থানীয় জনতার উদ্বেগ কমে আসে এবং তারা সন্তোষ প্রকাশ করেন।