আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া (৩০) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার, ২৮ ডিসেম্বর, নিহত পাভেলের বড় ভাই শাহীন মিয়া বাদী হয়ে যুবদল নেতা বায়েজিদকে প্রধান আসামি করে রূপগঞ্জ থানায় হত্যার মামলা করেন। মামলায় মোট ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে হত্যাকাণ্ডের চার দিন পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। পুলিশ জানায়, ঘটনার পেছনে পূর্বশত্রুতা ছিল। ২৪ ডিসেম্বর, মঙ্গলবার রাত ৯টার দিকে কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের মধ্যে মোবাইল ফোনে কথাকাটাকাটি হয়। এর জেরে বায়েজিদ ও তার সন্ত্রাসী বাহিনী রাত ১০টার দিকে আমিনুল ইসলাম স্বপনকে খুঁজতে পৌরসভার সামনে আসেন। স্বপনকে না পেয়ে তারা পাভেল মিয়াকে একা পেয়ে তাকে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় পাভেল মিয়া মারা যান।
ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় এবং তিনটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় ক্ষয়ক্ষতি হয়নি।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং মামলার তদন্ত চলমান। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে।