আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট ঠেকাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান জানিয়েছেন, এবার রমজানে কোনো পণ্যের ঘাটতি হবে না।
তিনি বলেন, সয়াবিন তেল, চিনি, ছোলা, খেজুর এবং সেমাইয়ের মতো গুরুত্বপূর্ণ পণ্যের ওপর ডিউটি ও ট্যারিফ কমানো হয়েছে। এ ছাড়া পণ্যের আমদানি প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে, যা সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।
দ্রব্যমূল্যের স্থিতিশীলতা নিয়ে চ্যালেঞ্জ থাকলেও এটি ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিনি জানান, গত মাসে আমদানি করা পেঁয়াজের এক তৃতীয়াংশ নষ্ট হওয়ায় বাজারে দাম নিয়ন্ত্রণে অসুবিধা হয়েছিল।
আলুর ক্ষেত্রে যৌক্তিক মূল্য নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন উদ্যোগ নিয়েছে। রংপুর এবং রাজশাহী অঞ্চলের কোল্ডস্টোরেজ থেকে সর্বোচ্চ ৪৫ টাকা কেজি দামে আলু বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
রমজানকে সামনে রেখে মাংসসহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসন কাজ করছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে।
এই উদ্যোগগুলো ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করে রমজানে বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।