আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বছরের শেষ সময়ে এসে আইসিসি ২০২৪ সালের সেরা ক্রিকেটার নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। বর্ষসেরা পুরস্কারের জন্য বিভিন্ন বিভাগে মনোনীত ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।
বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটার:
শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই এবং ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।
হাসারাঙ্গা ২৬ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮৭ রান করেছেন।
মেন্ডিস ৫৩ গড়ে করেছেন ৭৪২ রান।
আজমতউল্লাহ ৫২.১২ গড়ে করেছেন ৪১৭ রান এবং নিয়েছেন ৭ উইকেট।
রাদারফোর্ড ১০৬.২৫ গড়ে ৪২৫ রান করেছেন।
বর্ষসেরা পুরুষ টি–টোয়েন্টি ক্রিকেটার:
এই তালিকায় স্থান পেয়েছেন ভারতের অর্শদীপ সিং, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, পাকিস্তানের বাবর আজম এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
বাবর আজম ২৪ ম্যাচে ৩৩.৫৪ গড়ে করেছেন ৭৩৮ রান।
অর্শদীপ ১৮ ম্যাচে ৩৬ উইকেট শিকার করেছেন।
সিকান্দার রাজা ৫৭৩ রান করার পাশাপাশি ২৪ উইকেট নিয়েছেন।
ট্রাভিস হেড ১৫ ম্যাচে করেছেন ৫৩৯ রান।
বর্ষসেরা নারী টি–টোয়েন্টি ক্রিকেটার:
শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার, দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট এবং আয়ারল্যান্ডের ওরলা প্রেন্ডারগাস্ট এই তালিকায় রয়েছেন।
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার:
ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস, পাকিস্তানের সাইম আইয়ুব এবং ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ মনোনীত হয়েছেন।
বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীরা আইসিসির ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোটগ্রহণ চলবে ১০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।