
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সানজিদা আফরিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের সময় তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং সরকারি চাকরিবিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে অব্যাহতি দেওয়া হয়। এ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জাহাঙ্গীর আরিফ।
তবে এই প্রতিবেদন আদালতে জমা দেওয়ার আগে গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। তদন্তের একপর্যায়ে ডিবি পরিদর্শক জাহাঙ্গীর আরিফ দাবি করেন, তিনি এডিসি সানজিদা আফরিনের নির্দেশে প্রতিবেদনটি তৈরি করেন।
এডিসি সানজিদা এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানান, চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই। এ বিষয়টি তার দায়িত্বের মধ্যে পড়ে না বলেও তিনি উল্লেখ করেন।
সানজিদা আফরিন ২০২৩ সালের সেপ্টেম্বরে আলোচনায় আসেন, যখন বারডেম হাসপাতাল থেকে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে শাহবাগ থানায় তুলে এনে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার জের ধরেও তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।
সানজিদার সাম্প্রতিক কর্মকাণ্ড এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে মন্ত্রণালয় আরও তদন্ত চালাবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের মতে, বরখাস্ত হওয়া আরেক কর্মকর্তা ডিবি পরিদর্শক জাহাঙ্গীর আরিফের বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টার একটি অংশ বলে বিবেচনা করা হচ্ছে।
এডিসি সানজিদার বরখাস্তের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে শৃঙ্খলার প্রতি সরকারের অঙ্গীকারকে সামনে নিয়ে আসে। এ ঘটনাটি ভবিষ্যতে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতার গুরুত্ব বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।