আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা জানিয়েছেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। তিনি এই মন্তব্যটি মঙ্গলবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানে করেছেন।
উমামা ফাতেমা বলেন, “যারা জুলাই-আগস্টে শহীদ এবং আহত হয়েছেন, তাদের প্রতি ন্যায় বিচার এখনো হয়নি। তাদের যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এবং সরকারকে সম্পূর্ণ দায় নিয়ে এই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও জানান, “জুলাইয়ের শক্তি এখনও আমাদের মধ্যে জীবিত আছে। আমরা ৭১ সালের মতো ২০২৪ সালকে ব্যর্থ হতে দেব না।
এদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশসহ শহীদ মিনারে বিপ্লবী কর্মীদের এক বিশাল জমায়েত দেখা যায়। ঢাকার বাইরে থেকেও বিপ্লবীরা সকালে সেখানে এসে অবস্থান নেন। এ ছাড়া, অভ্যুত্থানে অংশগ্রহণকারী আহতরাও অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিছুদিন আগে জুলাই প্রক্লেমেশন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে এই ঘোষণার সিদ্ধান্ত নেওয়ার পর সংগঠনটি তাদের পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।