আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: নতুন বছরের উৎসবকে নিরাপদ রাখতে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। বাসাবাড়ির ছাদ, উন্মুক্ত স্থান, পার্কসহ সব স্থানে এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে সোমবার একটি রিট আবেদনের মাধ্যমে এই নির্দেশনা চাওয়া হয়। রিটে উল্লেখ করা হয়, থার্টি ফার্স্ট নাইটে জনসমাগম ও আতশবাজির ঝুঁকি কমাতে রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত বিশেষ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফ উজ্জামান। এতে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ও ঢাকার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় তিন হাজার অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, পুলিশের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে, যাতে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।
এভাবে নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে থার্টি ফার্স্ট নাইটের উদযাপন আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।