আওয়ার টাইমস নিউজ।
টাইমস নিউজ ডেস্ক: সাবিত ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় আয়োজিত ‘নিউ ইয়ার,নিউ মিশন’ স্লোগানে ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মহা সম্মেলন।
আজ শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হলো ‘নিউ ইয়ার, নিউ মিশন’ শীর্ষক আন্তর্জাতিক এ সম্মেলন। দেশ-বিদেশের খ্যাতিমান ব্যবসায়ী, উদ্যোক্তা, এবং পেশাজীবীদের উপস্থিতি এই আয়োজনকে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মঞ্চে পরিণত করে।
এই সম্মেলনটির মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাদের আন্তর্জাতিক ব্যবসার জন্য প্রস্তুত করা। আয়োজক প্রতিষ্ঠান সাবিত ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানানো হয়, এই সম্মেলন নতুন দিকনির্দেশনা প্রদান এবং ওয়ার্ল্ড ক্লাস বিজনেস মাইন্ডসেট গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তাদের বৈশ্বিক মানের ব্যবসায়িক জগতে প্রবেশাধিকার নিশ্চিত করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের মক্কা ক্লক টাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সালেহ আল হাবিব। তিনি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে কথা বলেন। পাশাপাশি, তিনি সৌদি আরবে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য সম্ভাব্য নতুন বাজার ও সুযোগ নিয়ে বিশদ আলোচনা করেন।
এদিকে সম্মেলনের আরেকটি মহখ গুরুত্বপূর্ণ অংশ ছিল ওয়ার্ল্ড ক্লাস বিজনেস মাইন্ডসেট নিয়ে মাইন্ড ট্রেনিং সেশন। এটি পরিচালনা করেন সাবিত ইন্টারন্যাশনালের পরিচালক সাবিত রায়হান। তিনি উপস্থিত উদ্যোক্তাদের আন্তর্জাতিক মানের ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন।
এই সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল দুই হাজারেরও বেশি শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবী। অনলাইনে নিবন্ধন করেছিলেন আরও ১০ হাজারের বেশি উদ্যোক্তা। তারা সবাই এ সম্মেলনকে নিজেদের ব্যবসায়িক ভবিষ্যৎ গড়ে তোলার একটি চমৎকার সুযোগ হিসেবে দেখছেন।
আজকের এ সম্মেলনে আলোচিত বিষয়গুলো ছিল।
1. বাংলাদেশ ও সৌদি আরবের বাণিজ্যিক সমস্যার সমাধান।
2. নতুন বাজার ও উদ্যোগ তৈরির কৌশল।
3. দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি।
4. বিশ্বমানের ব্যবসা পরিচালনায় দক্ষতা অর্জনের উপায়।
সম্মেলনে আগত উপস্থিত উদ্যোক্তারা জানান, এই ধরনের আয়োজন শুধু তাদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন সংযোগ তৈরিতেও সহায়তা করছে। একজন অংশগ্রহণকারী উদ্যোক্তা বলেন, “এটি আমাদের জন্য দিগন্ত উন্মোচনের একটি মাইলফলক। নতুন বছর শুরু করার এটি একটি চমৎকার উদাহরণ।”
‘নিউ ইয়ার, নিউ মিশন’ সম্মেলন কেবল একটি আয়োজন নয়; এটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের এক অনন্য প্রচেষ্টা। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের সম্মেলন বাংলাদেশের উদ্যোক্তাদের বিশ্বব্যাপী ব্যবসায়িক খ্যাতি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।