
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাংগাব গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সালিশ-দরবারে ঘুষের টাকা না দেওয়ায় স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে শামছুল ইসলাম নামের এক কৃষকের ৪টি গরু লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
৭০ বছর বয়সী শামছুল ইসলাম জানান, তিনি গ্রামের আমানুল্লাহর কাছ থেকে ২ লাখ টাকা সুদে ধার নিয়েছিলেন। পরবর্তীতে লাভসহ ২ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করার পরও স্থানীয় বিএনপি নেতা ইসলাম উদ্দিন মধ্যস্থতার নামে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় শুক্রবার দুপুরে ইসলাম উদ্দিনের নেতৃত্বে ৫-৬ জন সশস্ত্র ব্যক্তি তার বাড়িতে হুমকি দেয়। বিকেলে তারা পুনরায় এসে শামছুলকে মারধর করে এবং তার ৪টি গরু লুট করে নিয়ে যায়।
প্রতিবেশী গৃহবধূ এই ঘটনার ভিডিও গোপনে ধারণ করেন, যা রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত বিএনপি নেতা এবং তার সহযোগীরা সশস্ত্র অবস্থায় গরু নিয়ে যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পাগলা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাতে গরুগুলো উদ্ধার করে শামছুল ইসলামের কাছে ফেরত দেয়।
পাগলা থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, গরুগুলো উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। শামছুল ইসলাম যদি মামলা করতে চান, তাহলে তা গ্রহণ করা হবে। তবে শামছুল ইসলাম এখনো আতঙ্কে রয়েছেন এবং সন্ত্রাসীদের হুমকির মুখে বাড়ি থেকে বের হতে পারছেন না।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় জনগণ এবং বিএনপির অন্যান্য নেতাকর্মীরা অভিযুক্ত নেতা ইসলাম উদ্দিন ও তার সহযোগীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এই ঘটনা শুধু এক ব্যক্তির ক্ষতির গল্প নয়, বরং স্থানীয় পর্যায়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একটি উদাহরণ। আইনি ব্যবস্থা এবং প্রশাসনের কার্যকর ভূমিকা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।