আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: নিজ দেশের অধিকার আদায়ের লড়াইয়ে রাজপথে রক্ত ঝরেছে, একটি অঙ্গ হারিয়েছি। বুলেটের আঘাতে পায়ের রগ ও হাড় ছিঁড়ে গেছে—এর জবাব কে দেবে? শেখ হাসিনা যা করেছেন, তার জন্য আমি তার ফাঁসি চাই। আহত অবস্থায় ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানে উপস্থিত ফয়সাল এমনটাই দাবি করেছেন।
মঙ্গলবার দুপুর তিনটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ অনুষ্ঠানে অংশ নেন তিনি। জাতীয় পঙ্গু হাসপাতাল (নিটোর) থেকে আরও কয়েকজন আহত ব্যক্তির সঙ্গে সেখানে উপস্থিত হন ফয়সাল।
আলোচনার সময় তিনি জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ি এলাকায় সক্রিয় ছিলেন। ১৮ জুলাই যাত্রাবাড়ির কাজলা এলাকায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হন। ওই গুলির কারণে তার ডান পায়ের হাঁটুর নিচে তিন ইঞ্চি হাড় ও রগ ছিঁড়ে যায়।
ফয়সাল আরও জানান, বরিশাল সিএমএইচ হাসপাতালে পাঁচটি অপারেশনের পর ঢাকার সিএমএইচে ভর্তি ছিলেন। বর্তমানে তিনি আগারগাঁওয়ের জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার খরচ চলছে ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এর আর্থিক সহায়তায়।
পটুয়াখালীর সাহসী এই তরুণ যাত্রাবাড়ির একটি কলেজে স্নাতক প্রথম বর্ষে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করতেন।