আওয়ার টাইমস নিউজ।
দীর্ঘদিন পর তামিম ইকবালের ব্যাটিংয়ের পুরোনো রূপ দেখা গেল বিপিএলের মঞ্চে। সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফরচুন বরিশালের হয়ে অধিনায়ক তামিম খেলেছেন ঝলমলে এক ইনিংস। তার ব্যাটে ভর করে বরিশাল সাত উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে দুর্দান্ত রাজশাহীর বিপক্ষে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে তারা ৪ উইকেটে সংগ্রহ করে ১৬৮ রান। ওপেনার জিসান আলম খেলেন ২৭ বলে ৩৮ রানের ইনিংস, যেখানে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। অধিনায়ক এনামুল হক বিজয় করেন ৩৯ রান। আর শেষ দিকে ইয়াসির আলী রাব্বি ২৩ বলে ৩৭ রান করে দলের রানকে চ্যালেঞ্জিং পর্যায়ে নিয়ে যান। বরিশালের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শাহীন আফ্রিদি। চার ওভারে ২০ রান দিয়ে নেন ২টি উইকেট।
জবাবে, বরিশাল শুরুতেই ওপেনার প্রীতম কুমারকে হারায়। তিনি ৯ বলে মাত্র ৩ রান করে আউট হন। এরপর কাইল মায়ার্স ১১ বলে ২৪ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। তবে বরিশালের জয় নিশ্চিত করেন অধিনায়ক তামিম ইকবাল। ৪৮ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১১টি চার ও ৩টি ছক্কা। তামিমের সঙ্গে মুশফিকুর রহিম ২৪ বলে অপরাজিত ৩৪ রান করে দলের জয় সহজ করেন।
১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর তামিম ইকবাল তার ব্যাটিংয়ের ছন্দ ফিরে পেয়েছেন, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় সুখবর।