
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ (৭ জানুয়ারি) লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি রাত ১০টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ ‘এয়ার অ্যাম্বুলেন্স’-এ যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া সন্ধ্যা ৮টায় তার গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত ৯টায় সেখানে পৌঁছাবেন। বিমানবন্দরে যাওয়ার সময় তাকে বিদায় জানাতে দলের পক্ষ থেকে ঢাকা মহানগরের (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এক বিবৃতিতে বলা হয়, নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া, যানবাহন ও পথচারীদের চলাচলে যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে, সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে।
বিএনপির আশা, দলের সকল কর্মী ও সমর্থকরা এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলবেন এবং দেশনেত্রীর যাত্রাপথকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখবেন।
উন্নত চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়ার এই লন্ডন যাত্রা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে। তার যাত্রা উপলক্ষে বিএনপির প্রস্তুতি এবং কর্মীদের নিষ্ঠা দলের ঐক্যের প্রতীক হয়ে উঠছে।