আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের চলমান হামলায় আরও ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েল গাজায় টানা বিমান ও স্থল হামলা চালাচ্ছে। এতে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে রয়েছেন।
এদিকে, ইসরায়েলের এই হামলার মধ্যেই দেশটিকে ৮০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধের দাবি জানানো সত্ত্বেও এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
এর আগে, গত আগস্টেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জামসহ ২০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিয়েছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েল টানা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এসব হামলায় প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ৯ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
ইসরায়েলের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে। প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।