আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: চীনের তিব্বতের পার্বত্য অঞ্চলে সংঘটিত এক শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। আঞ্চলিক দুর্যোগ ত্রাণ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবারের এ ভূমিকম্পে অন্তত ১৩০ জন আহত হয়েছেন। এর আগে নিহতের সংখ্যা ৫৩ এবং আহতের সংখ্যা ৬২ বলে জানানো হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে আঘাত হানে এবং এর মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.১।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে ড্যামাকসং কাউন্টির গেদার শহরে।
এই ভূমিকম্প বাংলাদেশ, ভারত এবং ভুটানেও অনুভূত হয়েছে। একই মাত্রার ভূমিকম্প নেপালেও আঘাত হানে। নেপালের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
সূত্র: আল জাজিরা। চীনা সংবাদ মাধ্যম