আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ সিলেটে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে তাকে দলে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, তামিম ইকবাল গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও পরবর্তীতে সিদ্ধান্ত বদলে খেলায় ফেরেন। কিন্তু জাতীয় দলে তার ভূমিকা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে। সম্প্রতি এক ভিডিওতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে কথোপকথনে তামিম বলেছিলেন, জাতীয় দলের অধ্যায় তার জন্য শেষ। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
আগামী ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল আইসিসির কাছে জমা দিতে হবে। সেখানে তামিম ইকবালের অন্তর্ভুক্তি নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে চলছে নানা জল্পনা।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজ সকালে ঢাকা থেকে সিলেটে এসে পাঁচ তারকা হোটেলে তামিমের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠকে তার সঙ্গে ছিলেন নির্বাচক হান্নান সরকার। বিসিবির পক্ষ থেকে তামিমের ভবিষ্যৎ নিয়ে আজই কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
প্রধান নির্বাচক জানিয়েছেন, তামিমকে দলে ফেরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি সাকিব আল হাসানকেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার পরিকল্পনা রয়েছে। নির্বাচক কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বোর্ডের পরামর্শ নিচ্ছে।
তামিমের ভবিষ্যৎ নিয়ে বিসিবির এই বৈঠক এবং আসন্ন সিদ্ধান্ত জাতীয় দলের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিম কি থাকবেন?
তামিমের নেতৃত্বে খেলার অভিজ্ঞতা নিয়ে সতীর্থদের প্রতিক্রিয়া।
শহিদ আফ্রিদির সঙ্গে তামিমের আলোচনার বিস্তারিত।