
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিমানবন্দরে চিকিৎসা প্রস্তুতি নেওয়া হয়।
জানা গেছে, তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করার জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন। লন্ডনে পৌঁছানোর আগে প্রায় আট ঘণ্টার ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করেন।