আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ২১ হাজার ৮৮৬ কোটি টাকা হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি জানায়, দুর্ঘটনার প্রকৃত সংখ্যা এবং ক্ষতি আরও বেশি হতে পারে।
বুধবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এই ক্ষতির হিসাব করা হয়েছে। দুর্ঘটনায় যানবাহনের ক্ষতির আর্থিক হিসাব নির্ধারণ করা সম্ভব হয়নি।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে মোট ৬,৯২৭টি সড়ক দুর্ঘটনায় ৭,২৯৪ জন নিহত এবং ১২,০১৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৯৩ জন নারী এবং ১,১৫২ জন শিশু।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে, যেখানে ১,৫৮২টি দুর্ঘটনায় ১,৮৪০ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সিলেট বিভাগে দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে কম।
মোটরসাইকেল দুর্ঘটনায় ২,৬০৯ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৩৫.৭৬%। পথচারী নিহত হয়েছেন ১৫৩৫ জন (২১.০৪%) এবং যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৮৪ জন।
এছাড়া, নৌ দুর্ঘটনায় ১৫২ জন নিহত এবং ৩৪৭টি রেলপথ দুর্ঘটনায় ৩২৪ জন নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, সড়ক দুর্ঘটনার কারণে দেশের জিডিপির প্রায় ১.৫% ক্ষতি হয়েছে।
এই প্রতিবেদনের মাধ্যমে সড়ক নিরাপত্তার উন্নতির ওপর গুরুত্বারোপ করা হয়।