আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মাইনাস-টু ফর্মুলার আশা কখনোই পূরণ হবে না। শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “যারা মাইনাস-টু ফর্মুলার কথা বলে, তারা নিজেরাই জানে এটি কখনো বাস্তবায়ন সম্ভব নয়। বিগত বছরগুলোতে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে যারা যুক্ত ছিলেন, তাদের ভূমিকা অনস্বীকার্য। যুক্তরাষ্ট্রে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা গত ১৫-১৬ বছর ধরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তারা হোয়াইট হাউস, ক্যাপিটল হিল, এবং ওয়ার্ল্ড ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন। এর ফলে তাদের অনেকেই পরিবার ও ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবু তারা থেমে থাকেননি এবং আজ দেশে ফিরে এসেছেন।”
তিনি আরও বলেন, “বিগত ১৫-১৬ বছরের আন্দোলনের সময় অনেক নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন। আজ বিএনপি আরও শক্তিশালী একটি দলে পরিণত হয়েছে। মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়ন সম্ভব নয়, এটি মনগড়া আশা ছাড়া আর কিছুই নয়। অতীতেও এরশাদ কিংবা ওয়ান ইলেভেনের সরকার এটি করতে পারেনি। আর বর্তমান পরিস্থিতিতে এটি বাস্তবায়নের সুযোগ নেই।”
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। এটি হলো প্রথম ধাপ। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই দেশের পরিবর্তন সম্ভব হবে।”
শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপি নেতাকর্মীদের অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি গণতন্ত্র ও দেশপ্রেমের অঙ্গীকারের নতুন বার্তা নিয়ে শেষ হয়।