আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজার অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই প্রাণ হারিয়েছে আরও ৭০ জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ১৫ মাসের ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৪৬ হাজার ৬ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় অভিযান শুরু করে। এই অভিযানে লক্ষাধিক মানুষ আহত হয়েছে। শুধু সর্বশেষ হামলাতেই আহত হয়েছে অন্তত ১০৪ জন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি বাহিনী তাদের হামলা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে।
১৫ মাস ধরে চলা এ সংঘর্ষে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ অসংখ্য ভবন ধ্বংস হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ।
জাতিসংঘ জানিয়েছে, গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত এবং খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকটে রয়েছে।
সূত্র: আনাদোলু নিউজ