আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দাবি করেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা নেই। শুক্রবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সুলিভানের মতে, এই অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক, এবং ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ ধারণাকে অবিশ্বাস্য বলে মনে করেন।
জ্যাক সুলিভান বলেন, “বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পরিবর্তনের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত ছিল—এমন ধারণা হাস্যকর। ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারাও বিশ্বাস করেন না যে আমরা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।
সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ ঘিরে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নানা আলোচনা চলছে। বিশেষ করে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ও তার দলের নেতারা বিভিন্ন সময় এ নিয়ে অভিযোগ তুলেছেন।
জ্যাক সুলিভানের বক্তব্য অনুযায়ী, ভারতীয় কর্মকর্তারাও এই অভিযোগকে ভিত্তিহীন মনে করেন। তিনি বলেন, “আমি বিনয়ের সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর সঙ্গে আমাদের কোনও ধরনের সংশ্লিষ্টতা নেই। ভারতীয় কর্মকর্তারাও এ বিষয়ে আমাদের সঙ্গে একমত।
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে ভারতের কিছু রাজনীতিবিদ বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে মার্কিন প্রভাবের অভিযোগ তুলেছিলেন। তবে সুলিভানের সাম্প্রতিক বক্তব্যে বিষয়টি আরও পরিষ্কার হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা হারানো এবং ভারতের অভ্যন্তরে এ নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে সুলিভান যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তার বক্তব্যের মাধ্যমে বোঝা যায়, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কোনও পক্ষপাতমূলক ভূমিকা নিচ্ছে না।
এই বিবৃতির পর আন্তর্জাতিক রাজনীতিতে এ নিয়ে বিতর্ক কিছুটা শান্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।