আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংক দেশের সেবা খাতের বৈদেশিক লেনদেনকে আরও সহজ করার জন্য নতুন নীতিমালা জারি করেছে। এর আওতায় এখন থেকে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই নির্ধারিত সেবার জন্য বৈদেশিক ব্যয় বাবদ অর্থ পাঠাতে পারবে। গত ১২ জানুয়ারি, বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলারের মাধ্যমে এই নীতিমালা কার্যকর হয়।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, সেবা খাতে বৈদেশিক ব্যয় অন্তর্ভুক্ত হবে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ফি এবং সাবস্ক্রিপশন যেমন:
রয়টার্স মনিটর ফি
ব্লুমবার্গ ফি
ব্যাংকার্স অ্যালমানাক ফি
ডিউ ডিলিজেন্স রেপোজিটরি ব্যয়
ক্রেডিট রেটিং ও মূল্য যাচাই সংক্রান্ত খরচ
এছাড়া, ভ্রমণকারীদের লাউঞ্জ সেবার ব্যয় পরিশোধ এবং পুঁজিবাজারের ব্রোকারেজ ফার্ম ও মার্চেন্ট ব্যাংকগুলোর সেবার জন্য অর্থ পাঠানো যাবে অনুমতি ছাড়াই।
এয়ারলাইন্স এবং তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় বৈদেশিক খরচের অর্থ সরাসরি প্রেরণ করতে পারবে। তবে একজন কার্ডহোল্ডার বছরে সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার খরচের অনুমতি পাবেন।
এই নীতিমালা প্রণয়নের ফলে দেশের সেবা খাতের আন্তর্জাতিক লেনদেন সহজতর হবে। বিশেষ করে, ব্যাংক এবং পুঁজিবাজারের প্রতিষ্ঠানগুলো এখন দ্রুত এবং বাধাহীনভাবে তাদের বৈদেশিক সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ দেশের ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে, আন্তর্জাতিক সেবাগ্রহণ এবং বিদেশি সংস্থার সঙ্গে লেনদেন সহজ করার মাধ্যমে উদ্যোক্তারা আরও স্বাধীনভাবে কাজ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে সেবা খাতের ব্যবসায়ীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তারা আশা করছেন, এটি অর্থনৈতিক খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।