আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের মধ্যেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে উভয় দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, দুই দেশের সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, কোনো দেশের এয়ারলাইনস আগে ফ্লাইট চালু করল, সেটি গুরুত্বপূর্ণ নয়। আমরা মূলত দুই দেশের মানুষের মধ্যে সহজ যোগাযোগ স্থাপন করতে চাই।
পাকিস্তানি ব্যবসায়ীদের নেতৃত্বে আসা দ্য ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি আতিফ ইকরাম শেখ উল্লেখ করেন, কৃষি, ঔষধ, চামড়া, মেশিনারি, কেমিকেল, এবং আইসিটি খাতে বাংলাদেশ ও পাকিস্তানের একত্রে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। তিনি বলেন, সরাসরি ফ্লাইট এই খাতগুলোর বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা গেলেও অনেক সম্ভাবনাময় খাত এখনও অনাবিষ্কৃত। যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে কৃষি, বস্ত্র, ঔষধ, এবং প্রযুক্তি খাতে বিশাল সুযোগ সৃষ্টি করা সম্ভব।
তিনি আরও বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এবং ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-কে কাজে লাগিয়ে বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করা যেতে পারে।
সভা শেষে বাংলাদেশ ও পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়, যার মাধ্যমে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সংযোগকে নতুন মাত্রা দিয়েছে। সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা সেই ধারাবাহিকতারই অংশ।
এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক সম্ভাবনা ও আন্তঃদেশীয় সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সরাসরি ফ্লাইটের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং মানুষের যোগাযোগ আরও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।