আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: নিউজ প্লে-অফ থেকে ছিটকে গেল ঢাকা, সহজ জয় বরিশালের সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুরের কাছে বড় হার সয়েছিল ফরচুন বরিশাল। তবে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসকে সহজেই ৮ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপ আবারও ব্যর্থ হয়। টস জিতে ব্যাট করতে নেমে ১৩৯ রানেই গুটিয়ে যায় দলটি। এক ম্যাচ ভালো খেলে দশ ম্যাচে দায়িত্বজ্ঞানহীন বাজে ব্যাটিং করে আশ্চর্যজনক ভাবে দলে দলের নিয়মিত সুযোগ পাওয়া লিটন দাস আজও ১৭ বলে মাত্র ১৩ রান করে আউট হন। মুনিম শাহরিয়ার (০), জেপি কোটজে (৮), সাব্বির রহমান (১০), এবং থিসারা পেরেরা (০) ব্যাট হাতে দলকে হতাশ করেন। তবে তানজিদ তামিম ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলে দলের স্কোরটাকে কিছুটা প্রতিযোগিতামূলক করতে সাহায্য করেন। বরিশালের হয়ে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি।
ওপেনার নাজমুল হোসেন শান্ত ৩ বলে মাত্র ২ রান করে আউট হন। তবে ডেভিড মালান এবং তামিম ইকবাল মিলে জয়ের পথ মসৃণ করেন। তামিম ৪৮ বলে ৬১ রান করেন। মালান ৪১ বলে অপরাজিত ৪৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। জাহাবাদ খানের ৪ বলে ১৩ রানের ইনিংসটি ছিল জয়কে দ্রুত নিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ। ঢাকার হয়ে আবু জায়েদ রাহি এবং থিসারা পেরেরা একটি করে উইকেট শিকার করেন।
এই পরাজয়ের ফলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে ঢাকা। তারা এখন পর্যন্ত ৮ ম্যাচের মধ্যে ৭টিতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে। অন্যদিকে, এই জয়ে বরিশালের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে।
খেলা শেষে ঢাকার টিম ম্যানেজমেন্ট এর উপর খুব প্রকাশ করতে দেখা যায় সমর্থকদের, অনেকেই ঢাকার বিদায়ের জন্য লিটন দাসকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, এক ম্যাচ ভালো খেলে বাকি দশ ম্যাচে দায়িত্বজ্ঞানহীন নির্বোধের মত আউট হওয়া লিটনের বাজে পারফরম্যান্সের জন্যই দল প্লে অফ থেকে ছিটকে পড়েছে।