
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৫ মাসের সংঘাতের পর অবরুদ্ধ গাজায় দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলের মন্ত্রিসভা এই চুক্তির অনুমোদন দিয়েছে এবং আগামী ১৯ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই চুক্তি অনুমোদন করা হয়। বৈঠকে নিরাপত্তা ও মানবিক দিক পর্যবেক্ষণ করে চুক্তি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, “এই চুক্তি যুদ্ধের লক্ষ্য অর্জনকে সমর্থন করবে বলে আশা করা হচ্ছে।”
চুক্তি অনুযায়ী, ইসরায়েলের নিরাপত্তা বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে এবং মানবিক সহায়তা কার্যক্রমের প্রসার ঘটানো হবে। বন্দি বিনিময় কার্যক্রমও চুক্তির অংশ।
এই চুক্তি যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে। কাতারি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।
যুদ্ধবিরতির আগেও ইসরায়েলের হামলায় গাজায় প্রাণহানির সংখ্যা বেড়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত ১০১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩১ নারী ও ২৭ শিশু রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পরও চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং আনুষ্ঠানিকভাবে এটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি গাজায় মানবিক পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখতে পারে, তবে ইসরায়েল ও হামাসের মধ্যে আস্থার সংকট চুক্তির কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে।