
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেক্স: বিপিএলের চট্টগ্রাম পর্বে দারুণ ফর্মে ফিরেছে রাজশাহী। শুক্রবার সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করেছে দলটি।
রাজশাহী প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৮৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন রায়ান বার্ল। অধিনায়ক এনামুল হক বিজয় করেন ৩২ রান। এছাড়া ব্যাট হাতে অবদান রাখেন বেশ কয়েকজন ব্যাটার।
লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং পুরোপুরি ব্যর্থ হয়। জাকির হাসানের ৩৯ রান ছাড়া সিলেটের অন্য কোনো ব্যাটারই প্রতিরোধ গড়তে পারেননি। পুরো দল ১৭.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায়।
রাজশাহীর পক্ষে বল হাতে সানজামুল ইসলাম নেন ৩ উইকেট। তাসকিন আহমেদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী শিকার করেন ২টি করে উইকেট।
এই জয়ে রাজশাহী পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে, সিলেট স্ট্রাইকার্স টেবিলের ছয় নম্বরে নেমে গেছে।