
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রাইম সিভিল সোসাইটি আয়োজিত ‘গাজায় নরকীয় হত্যাকাণ্ড: নির্বিকার মুসলিম বিশ্ব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী, রাজনীতিক, ও বিভিন্ন পেশার আমন্ত্রিত অতিথিরা। গাজায় চলমান সংঘাত এবং মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া নিয়ে বক্তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, সাবেক বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ. এম মাহবুব উদ্দিন খোকন, বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ইসলামি ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, এবং নাগরিক ফোরামের চেয়ারম্যান আব্দুল্লাহিল মাসুদ।
বক্তারা গাজায় ইসরায়েলের নৃশংস হামলা, মুসলিম বিশ্বের নিরবতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন। সভায় উল্লেখ করা হয় যে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
প্রসঙ্গত, গাজাভিত্তিক হামাসের হামলার পর থেকেই ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উত্থাপন করেছে দক্ষিণ আফ্রিকা।