আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে সীমান্ত এলাকায় এ সংঘর্ষের সূচনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে পড়ে। বিষয়টি নজরে আসার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। এরপর উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়ার পাশে প্রায় ৫০০-৬০০ ভারতীয়কে জড়ো করে। এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে বলে জানা গেছে।
সংঘর্ষে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র। তবে আহতের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন রিসিভ হয়নি।
সংঘর্ষের কারণে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।