
আন্তর্জাতিক করেসপন্ডেন্ট: হুসাইন ইবনে নোয়াব আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান সংঘর্ষে ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো ও বাসস্থান পুনর্নির্মাণে প্রায় ৪০ বছর সময় লাগতে পারে এবং এর জন্য প্রয়োজন হতে পারে ৮০ বিলিয়ন ডলারেরও বেশি। শুক্রবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো এমন তথ্য জানিয়েছে।
সংঘর্ষে বিধ্বস্ত গাজার রাস্তাঘাট, পানি সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ সরঞ্জাম, এবং হাসপাতালগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, গাজার বড় অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পরিদর্শকরা যুদ্ধবিরতির পর এলাকাগুলোতে প্রবেশ করবেন।
জাতিসংঘের স্যাটেলাইট পর্যবেক্ষণে জানা গেছে, গাজার ৭০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এতে প্রায় ২ লাখ ৪৫ হাজারের বেশি বাসস্থান ধ্বংস হয়েছে।
প্রথম ধাপে, ধ্বংসাবশেষ পরিষ্কার করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আনুমানিক ৫০ মিলিয়ন টন ধ্বংসাবশেষ সরাতে শতাধিক ট্রাক নিয়মিত কাজ করলেও প্রায় ১৫ বছর সময় লাগতে পারে।
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ত্রাণ জোট ‘শেল্টার ক্লাস্টার’ জানিয়েছে, পুনর্গঠনে প্রথমে গুরুত্ব পাবে স্বাস্থ্য খাত। বর্তমানে গাজার ৮০ শতাংশের বেশি স্বাস্থ্য সুবিধা অকেজো অবস্থায় রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ পুনর্গঠন শুধু সময়সাপেক্ষ নয়, আর্থিক দিক থেকেও বিশাল এক চ্যালেঞ্জ। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগে এই সংকট মোকাবিলা করা সম্ভব হতে পারে।