
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বন্দি বিনিময় শুরু হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। অন্যদিকে, হামাসও তিন ইসরায়েলি জিম্মিকে তাদের হাতে হস্তান্তর করেছে।
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ জন ফিলিস্তিনির মধ্যে ৬৯ জন নারী এবং ২১ জন কিশোর। তাদের বেশিরভাগই সাম্প্রতিক সময়ে আটক হলেও কোনো দণ্ড প্রদান করা হয়নি। হামাসের পক্ষ থেকে জানানো হয়, এ বন্দিরা মূলত পশ্চিম তীর এবং জেরুজালেমের বাসিন্দা। অন্যদিকে, হামাস তিন ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করে, যাদের পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে হামাস ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, আর ইসরায়েল তাদের বন্দি থাকা প্রায় ১,৯০০ ফিলিস্তিনিকে ধাপে ধাপে মুক্তি দেবে। একই সঙ্গে ইসরায়েলি সেনারা গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে প্রত্যাহার করবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরার অনুমতি দেওয়া হবে।
চুক্তির আওতায় প্রতিদিন গাজায় অন্তত ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। দীর্ঘদিনের সংঘর্ষে বিধ্বস্ত বাসিন্দারা ঘরে ফিরতে শুরু করেছে, তবে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব এখনো চরমে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪৬,৯১৩ ফিলিস্তিনি এবং আহত হয়েছে ১,১০,৭৫০ জন। যুদ্ধবিরতির ফলে নতুন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে।
বিশ্ববাসীর নজর এখন মধ্যপ্রাচ্যে এই চুক্তি বাস্তবায়নের দিকে। বিশ্লেষকদের মতে, এটি একটি টেকসই শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা গাজার পুনর্গঠন ও নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।