১৫ই ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ই শাবান, ১৪৪৬
সর্বশেষ
বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি হলো ৩৩৬ মেট্রিক টন আলু
মোদির কাছে ‘বাংলাদেশের ভবিষ্যৎ: ট্রাম্পের মূর্তিবদ্ধ মন্তব্য, “আমি এটা মোদির হাতে ছেড়ে দেব”
তেঁতুলের পুষ্টিগুণ ও উপকারিতা
তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায়, সত্যিই কি তাই? জানুন এর সত্যতা কতটুকু
জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের ভার্চুয়াল বৈঠক: নতুন দিগন্তের ইঙ্গিত?
শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন
আজ পবিত্র শবে বরাত, আল্লাহর সন্তুষ্টি লাভের রাত
পুতিন-ট্রাম্প ফোনালাপে ইউক্রেন যুদ্ধের শেষ, শান্তির নতুন আশা!
ইসরায়েলি রোগীদের চিকিৎসা দিতে অস্বীকার, অস্ট্রেলিয়ায় দুই স্বাস্থ্যকর্মী বরখাস্ত

মুক্ত ৩ ইসরায়েলি নারী বন্দীকে ব্যাগ উপহার দিলো হামাস যুদ্ধারা, কি ছিল সেই উপহার ব্যাগে?

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে হামাসের হাতে জিম্মি থাকা তিন ইসরায়েলি বেসামরিক নারী মুক্তি পেয়েছেন। তবে শুধু মুক্তি নয়, ঘরে ফেরা বন্দিদের হাতে একটি করে ‘উপহারের ব্যাগ’ও তুলে দিয়েছেন হামাস যোদ্ধারা।

উপহারের ব্যাগ হাতে বন্দিদের ছবি সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চেয়েছেন, ওই ব্যাগে কী উপহার দেওয়া হয়েছে।

৪৭১ দিন হামাসের হাতে বন্দি থাকার পর মুক্তি পাওয়া তিন নারী হলেন রোমি গনেন, এমিলি ডামারি এবং ডোরন স্টেইনব্রিচার। তাদের গতকাল রোববার মুক্তি দেয় হামাস। নির্ধারিত সময়ের থেকে প্রায় তিন ঘণ্টা দেরিতে বন্দিদের তুলে দেওয়া হয় রেড ক্রসের হাতে।

লাইভ ভিডিওতে দেখা যায়, আনুষ্ঠানিক পরিবেশের মধ্যে হাসিমুখে তিন নারী একটি গাড়িতে উঠে বসছেন। চারপাশে নেকাবে মুখ ঢাকা হামাস যোদ্ধা, কমলা রঙের ভেস্ট পরিহিত রেডক্রসের কর্মী এবং সাধারণ মানুষের ভিড়। বন্দিরা গাড়িতে ওঠার পর হামাস সদস্যরা মুক্তি দেওয়া বিষয়ক একটি সনদে স্বাক্ষর করেন। রেড ক্রসের প্রতিনিধিরাও তাতে স্বাক্ষর করেন। এরপর ওই সনদ মুক্তি পাওয়া নারীদের হাতে তুলে দেওয়া হয়।

সনদে বড় করে আরবিতে লেখা ছিল, ‘মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সনদ হাতে নিয়ে হাসিমুখে ছবি তুলতেও দেখা যায় তাদের। এরপর হামাস সদস্যরা প্রত্যেকের হাতে একটি করে উপহারের ব্যাগ তুলে দেন।

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই উপহারের ব্যাগে বন্দি অবস্থায় তাদের বিভিন্ন মুহূর্তের ছবি রাখা হয়েছিল। গাজার মাটিতে কাটানো সময়ের ভালো মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাগে গাজার একটি মানচিত্রও ছিল।

হামাসের দেওয়া উপহারের ব্যাগ এবং সনদ হাতে নিয়ে মুক্তি পাওয়া নারীদের হাসিমুখে ছবি তোলার দৃশ্যও লাইভ সম্প্রচারিত হয়। এমনকি ব্যাগ খুলে তার ভেতরের সামগ্রী সাংবাদিকদের দেখানোর ঘটনাও ধরা পড়ে ক্যামেরায়।

এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ হামাসের এই উদ্যোগকে ‘অপ্রত্যাশিত কূটনৈতিক বার্তা’ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, অনেকে এটি নিয়ে সমালোচনাও করেছেন।

উল্লেখ্য, হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদ্দিন আল-কাসাম ব্রিগেড পুরো ঘটনা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে বন্দি নারীদের প্রতি হামাসের ‘ভালো আচরণ’ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত