
আওয়ার টাইমস নিউজ।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডের দাবোসে গেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
ড. ইউনূস চার দিনের এই সফরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
ড. ইউনূসের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে বাংলাদেশের বিষয় নিয়ে আলাদা একটি সংলাপের আয়োজন। এ ধরনের সংলাপ সাধারণত উন্নত দেশগুলোর জন্য সংরক্ষিত থাকে, তবে এই প্রথমবারের মতো বাংলাদেশও সেই সুযোগ পেয়েছে।
গুরুত্বপূর্ণ বৈঠক ও অংশগ্রহণ
ডাব্লিউইএফ সম্মেলনের ফাঁকে ড. ইউনূস জার্মানির চ্যান্সেলর ওলাপ শলৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ লতিফা বিন মোহাম্মদ, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টান লাগার্দে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো ইওয়েলার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ সফরে বাংলাদেশের জন্য সম্ভাবনা
এই সফরের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনাগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
এদিকে ড. ইউনূসের এই সফরকে ঘিরে দেশের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।