
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জনপ্রিয় স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বলু প্রদেশের কার্তালকায়ার স্কি রিসোর্টের একটি কাঠের তৈরি ১১ তলা হোটেলের রেস্তোরাঁয় আগুন লাগে। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বলু প্রদেশের গভর্নর আব্দুল আজিজ আইদিন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তিনি আরও জানান, আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ার সময় দুজন প্রাণ হারিয়েছেন। অগ্নিকাণ্ডের সময় হোটেলে ২৩৪ জন অতিথি ছিলেন। আগুনে হোটেলের ছাদ ও ওপরের তলা সম্পূর্ণ পুড়ে গেছে।