আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্কঃ তাবলিগ জামাতের শুরায়ী নেজামের অধীনে এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ নদীর তীরে ইতোমধ্যে ইজতেমার প্রস্তুতি পুরোদমে চলছে। প্রথম পর্ব শুরু হবে আগামী ৩১ জানুয়ারি।
এদিকে, সাদপন্থিদের নিষিদ্ধসহ কিছু দাবিতে পূর্বে ঘোষণা করা ওলামা মাশায়েখ বাংলাদেশের সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি বলেন, "ইজতেমার প্রস্তুতি নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং দেশি-বিদেশি অতিথিদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
শুরায়ী নেজামের তত্ত্বাবধানে দুই পর্বে এই ইজতেমা অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশ থেকে বিদেশি মেহমানরা ইতোমধ্যে বাংলাদেশে আসতে শুরু করেছেন। দেশের ৬৪টি জেলা থেকে দাওয়াত ও তাবলিগের সাথী এবং মুসল্লিরা অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ইজতেমায় অংশ নেওয়ার জন্য দুই পর্বে জেলার ভিত্তিতে মুসল্লিদের ভাগ করা হবে। উভয় পর্বেই শুরায়ী নেজামের সাথীরা অংশগ্রহণ করবেন। মাঠের প্রস্তুতির জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
ওলামা মাশায়েখ বাংলাদেশের পক্ষ থেকে মুফতি কেফাতুল্লাহ আজহারী বলেন, "দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আসন্ন বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের মাধ্যমে দ্বীন ও দুনিয়ার কল্যাণ হাসিলের আহ্বান জানাই।"
বৈঠকে সভাপতিত্ব করেন আল্লামা উবাইদুল্লাহ ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক, মুফতি নাজমুল হাসান কাসেমী এবং মাওলানা লোকমান মাযহারী।
বিশ্ব ইজতেমার সফলতা কামনা করে সকলের সহযোগিতা ও দোয়া চাওয়া হয়েছে।