
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক::গাজায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি চুক্তি স্থায়ী হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাসের মধ্যে বিদ্যমান মতপার্থক্য এবং পরস্পরের প্রতি অবিশ্বাসের কারণে চুক্তি টিকিয়ে রাখা কঠিন হতে পারে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে এই যুদ্ধবিরতি চুক্তি সাময়িক। তিনি জানিয়েছেন, পরিস্থিতি পরিবর্তন হলে যুদ্ধবিরতি ভেঙে দেওয়া হতে পারে। অন্যদিকে, হামাসও যুদ্ধবিরতি স্থায়ী করতে খুব একটা আগ্রহী নয়। রোববার বন্দি বিনিময়ের সময় তারা অস্ত্র প্রদর্শন করেছে এবং নিজেদের শক্তি বজায় রাখার প্রতিশ্রুতি জানিয়েছে।
চুক্তির দ্বিতীয় পর্যায়ে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও, এ বিষয়ে বিলম্ব হচ্ছে। এই বিলম্ব চুক্তির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। এর পাশাপাশি পশ্চিম তীরে ইসরায়েলি বসতিদের সহিংসতা এবং উসকানিমূলক কর্মকাণ্ড যুদ্ধবিরতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষ্ক্রিয় ভূমিকা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। আগে মধ্যপ্রাচ্য সংকটে মার্কিন প্রেসিডেন্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন, তবে এবারের পরিস্থিতি ভিন্ন।
বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি স্থায়ীভাবে টিকিয়ে রাখা উভয় পক্ষের জন্যই চ্যালেঞ্জিং। তবে পারস্পরিক সহযোগিতা ছাড়া গাজায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা অসম্ভব।