
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যরা। ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার, বিভিন্ন কারাগার থেকে মুক্তি পায় তারা।
এদিন, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ জন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, এবং কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১২ জনসহ মোট ১৬৮ জন সদস্য মুক্তি পায়।
এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল জানান, কারা কর্তৃপক্ষ ১৬৮ জনের তালিকা হাতে পেয়েছে, এবং তাদের মুক্তি প্রদান করা হচ্ছে।
এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারণ গত ২১ জানুয়ারি, ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত ১৭৮ আসামির তালিকা প্রকাশ করেন, যার মধ্যে ১৬৮ জনের তালিকা কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হয়েছিলেন। এই ঘটনার পর, দুটি মামলা—হত্যা ও বিস্ফোরক আইনে—দায়ের হয়। ২০১৩ সালের ৫ নভেম্বর হত্যামামলার বিচার শেষ হয়, যেখানে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তবে ২৭৮ জন খালাস পান।
২০১৭ সালে হাইকোর্টে সেই মামলার আপিলের রায় দেওয়া হয়, যেখানে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়, এবং ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এখনো কিছু মামলার আপিল প্রক্রিয়া চলছে এবং পুনরায় তদন্তের দাবি উঠছে।