
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল, রেড-ফ্ল্যাগ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল ছড়িয়ে পড়েছে। শহরের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানলকে ঘিরে জারি করা হয়েছে রেড-ফ্ল্যাগ সতর্কতা। আগুনের তীব্রতার কারণে ইতোমধ্যেই ৩১ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) শুরু হওয়া এই দাবানল মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৩৯ বর্গকিলোমিটার এলাকা গ্রাস করেছে। শুষ্ক ঝোপঝাড় এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। লস অ্যাঞ্জেলেস থেকে ৫০ মাইল উত্তরের হিউজ ফায়ার নামে পরিচিত এই দাবানল দমকল বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকায় এখনো শুষ্ক বাতাসের কারণে অগ্নি-ঝুঁকি বাড়ছে। রেড-ফ্ল্যাগ সতর্কতার অধীনে থাকা এলাকাগুলোর মধ্যে কাস্টেইক লেক এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, প্রায় ৩১ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও ২৩ হাজার মানুষকে সরানোর বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
দমকল বাহিনী এবং বন পরিষেবা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতি সামাল দিতে সহায়ক হতে পারে।