
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তিরক্ষা বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠী এম২৩-এর মধ্যে তীব্র লড়াইয়ের ফলে ১৩ জন বিদেশি সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দক্ষিণ আফ্রিকা, মালাওয়ি এবং উরুগুয়ের নাগরিকরা রয়েছেন।
শান্তিরক্ষা বাহিনী ও এম২৩ বিদ্রোহীদের মধ্যে এই সংঘর্ষটি ঘটে কঙ্গোর গোমা শহরের কাছে, যখন বিদ্রোহীরা তাদের শক্তি বৃদ্ধি করে শহরটির দখল নেওয়ার জন্য চেষ্টা করছে। শান্তিরক্ষা বাহিনী সেখানে বিদ্রোহীদের অগ্রগতি রোধ করতে গিয়ে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে, যার ফলস্বরূপ এই হতাহতের ঘটনা ঘটে।
কঙ্গো সরকার রুয়ান্ডাকে অভিযুক্ত করছে, তাদের প্রতিবেশি দেশটি এম২৩ বিদ্রোহীদের অস্ত্র ও অন্যান্য সমর্থন প্রদান করছে। এই অভিযোগ কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে, যার প্রেক্ষিতে কঙ্গো সরকার রুয়ান্ডার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এই সংঘর্ষের প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।
২০১২ সালে গোমা শহর একবার এম২৩ বিদ্রোহীদের দখলে ছিল এবং সেই সময় আন্তর্জাতিক চাপের মুখে রুয়ান্ডা তাদের সমর্থন প্রত্যাহার করে। বর্তমান পরিস্থিতিতে আবারও একই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ সীমান্ত এলাকায় রুয়ান্ডা সেনাদের উপস্থিতি রয়েছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কঙ্গোতে শান্তিরক্ষী বাহিনীর হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় দেশকে শান্তি স্থাপনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কঙ্গো এবং রুয়ান্ডার মধ্যে শান্তি প্রক্রিয়া পুনরায় আলোচনার জন্য আন্তর্জাতিক সমঝোতার প্রয়োজন।