আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ঢাকা ও আশপাশের তিনটি বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কুমিল্লা অঞ্চলের কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির প্রভাবে শীতের তীব্রতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হয়েছে..
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় প্রকাশিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রাতের দিকে কিছু জায়গায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
নতুন করে তাপমাত্রার পরিবর্তন।
শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন কুয়াশা দেখা যেতে পারে এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পঞ্চগড়ে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। টানা কুয়াশা ঝরায় ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে কাজে যেতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন অনেক মানুষ।
আবহাওয়ার পরবর্তী পূর্বাভাস।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে কিছু এলাকায় শেষরাতে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।