আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে এই পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। বয়ানটি উর্দু ভাষায় প্রদান করা হয়, যা উপস্থিত মুসল্লিদের জন্য তাৎপর্যপূর্ণ ছিল।
ইজতেমার আয়োজক কমিটির সদস্যরা জানান, এবার প্রথমবারের মতো বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের মতবিরোধের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্বের আয়োজন করছেন শুরায়ি নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা। প্রথম পর্ব ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। তৃতীয় পর্ব, যা মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে, ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
ইজতেমা ময়দানে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশগ্রহণ করছেন। পুলিশ ও আয়োজকদের মতে, মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে, যা ইজতেমার গুরুত্ব ও জনপ্রিয়তার প্রমাণ বহন করে।
বিশ্ব ইজতেমা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ, যেখানে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও ইসলামী জ্ঞান অর্জনের উদ্দেশ্যে মুসল্লিরা সমবেত হন। তিন পর্বে বিভক্ত এই আয়োজন মুসল্লিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
ইজতেমার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসন ও আয়োজক কমিটি একযোগে কাজ করছে। মুসল্লিদের সুবিধার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আল্লাহর রহমতে ইজতেমার প্রতিটি পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং মুসলিম উম্মাহর জন্য কল্যাণ বয়ে আনবে—এমনটাই সবার প্রত্যাশা।