
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শুক্রবার বিশাল জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। লাখো মুসল্লি এ জামাতে অংশ নেন। রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ইজতেমা মাঠে যানবাহনে কিংবা পায়ে হেঁটে জুমার নামাজে অংশগ্রহণ করেন।
জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। খুতবা শুরু হয় দুপুর ১টা ৪৩ মিনিটে। এরপর জামাত অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৩১ জানুয়ারী) ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে ইজতেমা প্রাঙ্গণে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে যায়। আয়োজকদের মতে, এবার জুমার জামাতে প্রায় ২০ লাখ মুসল্লির উপস্থিতি ছিল।
আজ টঙ্গী, উত্তরা, কামারপাড়া, মিরপুর, আবদুল্লাহপুরসহ আশপাশের এলাকার মসজিদগুলোতে মুসল্লির সংখ্যা তুলনামূলক কম ছিল। অধিকাংশ মুসল্লিই তুরাগ তীরে জুমার নামাজ আদায়ের জন্য ছুটে আসেন।
বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশ-বিদেশ থেকে মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। আয়োজকরা জানান, আখেরি মোনাজাত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।
প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আগামী ২ ফেব্রুয়ারি। এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে। আয়োজকরা জানান, ইজতেমার তৃতীয় পর্ব ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
বিশ্ব ইজতেমা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। আয়োজকরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ইজতেমা পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।