
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ইতিহাসে আলোচিত বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনের সময় গুরুতর চক্ষু-আহতদের উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুরের চক্ষু বিশেষজ্ঞদের একটি দল ঢাকায় এসেছে। গতকাল (৩১ জানুয়ারি) রাতে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই চিকিৎসা মিশনে অংশ নেওয়া চিকিৎসকরা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল এবং আলেক্সান্দ্রা হাসপাতালের বিশেষজ্ঞ।
সিঙ্গাপুরের এই চক্ষু বিশেষজ্ঞ দল ১ ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজি অ্যান্ড হসপিটাল এবং বাংলাদেশ আই হসপিটাল-এ চিকিৎসা প্রদান করবেন। মূলত জুলাই আন্দোলনের সময় আহত ব্যক্তিদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশে ব্যাপক প্রভাব ফেলে। শিক্ষার্থীদের দাবি ছিল নিরপেক্ষ ও সমান সুযোগ নিশ্চিত করা। আন্দোলনের একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়, যার ফলে অনেকেই চোখে গুরুতর আঘাত পান। এই চিকিৎসা উদ্যোগ সেই আহতদের পুনরায় সুস্থ করে তোলার জন্য নেওয়া হয়েছে।
এই চিকিৎসা মিশন বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে আন্তর্জাতিক স্বাস্থ্য সহযোগিতার একটি দৃষ্টান্ত। আহতদের পুনরায় স্বাভাবিক জীবনে ফেরাতে উন্নত চোখের অস্ত্রোপচার ও চিকিৎসা সেবা দেওয়া হবে। বাংলাদেশের সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় এই উদ্যোগকে সহযোগিতা ও সমর্থন দিচ্ছে।
এই চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে গুরুতর আহতরা উন্নত সেবা পাবেন বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বিশেষায়িত চিকিৎসা, লেজার থেরাপি, ওষুধ ও প্রয়োজনীয় অস্ত্রোপচার করা হবে। এতে অনেক আহত ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন।
এই উদ্যোগ শুধু চিকিৎসা-সহায়তা নয়, বরং এটি বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তর্জাতিক সহমর্মিতার একটি উদাহরণ হিসেবেও বিবেচিত হতে পারে।