
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সরকারের প্রত্যক্ষ সহায়তায় কোনো নতুন রাজনৈতিক দল গঠিত হলে জনগণ তা মেনে নেবে না—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্ররা যদি স্বতঃস্ফূর্তভাবে দল গঠন করে, তবে তা স্বাগত জানানো হবে, তবে সরকারপন্থী কোনো গোষ্ঠী নতুন দল তৈরি করলে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে আয়োজিত দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মির্জা ফখরুল দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সরকারের নীতিগত ব্যর্থতার কারণে বাজারদর অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে।
এছাড়া, তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং দাবি করেন, বর্তমান সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এজন্য তিনি ন্যূনতম রাজনৈতিক সংস্কার করে দ্রুত নতুন নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, বর্তমান সরকার দেশকে ‘গুম-খুনের আয়নাঘরে’ পরিণত করেছে। দক্ষিণখানের গুম হওয়া মুন্নার পরিবারের দুঃখ-দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনার জন্য সরকার দায়ী এবং তাদের বিচার একদিন হবেই।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন জনগণ আতঙ্কের মধ্যে ছিল, কিন্তু তিনি চলে যাওয়ার পর দেশ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন, মোস্তফা কামাল হৃদয়, আব্দুস সালাম, মোস্তফা সরকার, আলফাজ হোসেন, আলমগীর হোসেন শিশির প্রমুখ।